গোমো, ঝাড়খন্ড :- নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ দিবস উপলক্ষে, গোমো চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা এই বছরও ঐতিহাসিক হাওড়া-নতুন দিল্লি কালকা মেলের গার্ড, ড্রাইভার এবং স্টেশন মাস্টারকে সম্মানিত করেন। মধ্যরাত্রি ২:২০ মিনিটে যখন কালকা মেল গোমো স্টেশনে পৌঁছায়, তখন সারা স্টেশন চত্বরে "নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে" এবং "ভারত মাতা কি জয়" স্লোগানে মুখরিত হয়।
ট্রেনটিকে ফুল-মালা এবং স্লোগান দিয়ে সাজিয়ে বিশেষভাবে রওনা করানো হয়। ট্রেনের ড্রাইভার এস.পি. যাদব, সহকারী ড্রাইভার রমন কুমার, হাওড়ার গার্ড আর.পি. মাহাতো এবং স্টেশন মাস্টার রঞ্জিত মিশ্রকে বিশেষ সম্মান জানানো হয়।
এই অনুষ্ঠানে গোমো চেম্বার অফ কমার্সের সভাপতি ধীরজ কুমার জানান, "এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের কারণ। গোমো স্টেশন ভারতের একমাত্র ঐতিহাসিক স্টেশন, যেখান থেকে নেতাজি মহানিষ্ক্রমণ করেছিলেন। আমরা প্রতি বছর এই দিনটি স্মরণ করি এবং উদযাপন করি।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরনাথ বর্ণওয়াল, অনিল, নাগেশ্বর, মুকররম রাজা, সুরজ কুমার, আকবর খান, বাসু আনসারি, অমরেশ রায়, লক্ষ্মণ প্রসাদ, গোমো দক্ষিণ পঞ্চায়েতের প্রতিনিধিত্বকারী রবি সিং, বি.সি. মণ্ডলসহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানটি গোটা এলাকায় দেশপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ