সালানপুরে পানিয় জলের পাইপলাইন বসানোর কাজের সময় মাটিচাপায় চার শ্রমিক, দুই জনের মৃত্যু



সালানপুর থানা এলাকার ডালমিয়া কোলিয়ারি অঞ্চলে পানির পাইপলাইন বসানোর কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাটি ধসে চার শ্রমিক চাপা পড়েন। ঘটনাটি ঘটার পর অন্যান্য শ্রমিক এবং স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাটি থেকে চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা দু'জনকে মৃত ঘোষণা করেন।



মৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন রজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮), এবং সামসুল শেখ (২০), যারা ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা। অপর এক শ্রমিক, নীতেশ পাসওয়ান, স্থানীয় আসানসোলের।

ঘটনাস্থল ছিল রেল সাইডিং রোডের ধারে, যেখানে রাজ্য সরকারের উদ্যোগে পানির পাইপলাইন বসানোর কাজ চলছিল। কাজের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। এসময় হঠাৎ করেই মাটি ধসে পড়ে। মাটির নিচে শ্রমিকরা আটকা পড়েন। স্থানীয়রা ফাঁপা এবং শাবল দিয়ে মাটি কাটার চেষ্টা করে শ্রমিকদের বের করার চেষ্টা করেন। পরে জেসিবি দিয়ে মাটি সরানোর কাজ শুরু হয়।



স্থানীয় সামাজিক কর্মী ফুচু বাউরি জানান, তিনি খবর পান মাটির ধস নেমেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েছেন। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে দু'জনের মৃত্যু হয় এবং দু'জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ