সালানপুর:
আসানসোল শিল্পাঞ্চলে বালির কালোবাজারি সাধারণ মানুষের জীবনযাত্রায় বিশাল প্রভাব ফেলেছে। এক ট্রলি বালি (১০০ সিএফটি) কিনতে সাধারণ মানুষকে ৪,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে সরকারি রেভিনিউ হারাচ্ছে বিপুল পরিমাণে, অন্যদিকে সাধারণ মানুষের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা।
এই কৃত্রিম সংকট তৈরির জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করে, সালানপুরে সিপিএমের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়ে এই অবস্থার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
সিপিএম নেতা আবির ঘোষ অভিযোগ করেন, কালোবাজারি ও রেভিনিউ ফাঁকির কারণে বালির মূল্য আকাশছোঁয়া হয়ে উঠেছে। তিনি শাসক দলের দুর্নীতিকে এই সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন এবং প্রশাসনের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
বামেদের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা গণেশ পণ্ডিত, মেঘনাদ ব্যানার্জি, অসীম ব্যানার্জি, এবং মহিলা নেত্রী শিপ্রা মুখার্জি। এছাড়াও, এলাকায় ট্রাফিক ব্যবস্থার ভেঙে পড়া এবং পরিচ্ছন্নতার অভাব সহ অন্যান্য সমস্যাগুলোর দিকেও পুলিশ প্রশাসনের নজর আকর্ষণ করা হয়।
সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন এবং স্মারকলিপি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ