গন্ধর্ব কলা সংগমের বার্ষিক সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারী।

 



আসানসোল :- গন্ধর্ব কলা সংগমের উদ্যোগে আজ আসানসোলের আশ্রম মোড়ে অবস্থিত পার্বতী ইন্টারন্যাশনাল হোটেলে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয়। এখানে সংগঠনের আসানসোল শাখার সভাপতি শচীন রায়, সম্পাদক মনোজ সাহা, চেয়ারপার্সন শাশ্বতী চ্যাটার্জি, এবং সহ-সম্পাদক লক্ষ্মী সরকার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন।



শচীন রায় জানান, প্রতি বছরের মতো এবারও গন্ধর্ব কলা সংগমের পক্ষ থেকে ৯ জানুয়ারি সন্ধ্যা ৫টা থেকে রবীন্দ্র ভবনে "ওয়ার্কশপ কাম অ্যানুয়াল কালচারাল মিট ২০২৪-২৫"-এর আয়োজন করা হবে। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে রাঢ়বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হবে। পশ্চিম বর্ধমান ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, এবং বীরভূমসহ অন্যান্য জেলা থেকে প্রায় ১০০ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন এবং বাংলার ঐতিহ্য সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।



চেয়ারপার্সন শাশ্বতী চ্যাটার্জি জানান, গন্ধর্ব কলা সংগম সমাজের অবহেলিত প্রতিভাধর শিল্পীদের জন্য একটি মঞ্চ প্রদান করার চেষ্টা করে। আদিবাসী সমাজের প্রতিভাধর শিশুদের পাশে দাঁড়িয়ে, তাদের পড়াশোনা ও প্রতিভা উন্নয়নের জন্য গত ১০ বছর ধরে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ৯ জানুয়ারির অনুষ্ঠানে বাংলার পাশাপাশি রাজস্থান ও নাগাল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরা হবে।


সহ-সম্পাদক লক্ষ্মী সরকার জানান, ৪ এবং ৫ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে ৩০ জন শিল্পী মণিপুরী ও ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন। তারা ৯ জানুয়ারির অনুষ্ঠানে নিজেদের পরিবেশনা উপস্থাপন করবেন।


শচীন রায় বলেন, এই দিন বাংলার প্রখ্যাত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় বিশেষ পরিবেশনা করবেন। তিনি সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করার অনুরোধ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ