প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ঠ হয়ে ১৮ জনের মৃত্যু ঘটার মাত্র দু'দিন পর, রবিবার সন্ধ্যায় আসানসোল স্টেশনেও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসানসোল-মুম্বাই ট্রেনের জেনারেল বগিতে ওঠার জন্য হাজার হাজার যাত্রীর হুড়োহুড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার সকালে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং স্টেশন পরিদর্শন করেন এবং ট্রেন চলাচল ও যাত্রীদের সুবিধা খতিয়ে দেখেন। তবে, পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় ব্যাপক ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে রেলের তরফে পার্সেল রুমের পাশের গেট খুলে দিয়ে যাত্রীদের সরাসরি ২ নম্বর প্ল্যাটফর্মে পাঠানোর ব্যবস্থা করা হয়, তবুও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ