ইন্দ্রনীল ডান্স একাডেমির মনোমুগ্ধকর বসন্ত উৎসব: নৃত্যের ছন্দে কৃষ্ণলীলা ও প্রেম-বিরহের আবেশ

 



আসানসোল: "এলো বনান্তে পাগল বসন্ত"—বসন্তের আগমনে প্রকৃতি যেমন সেজে ওঠে, তেমনই নৃত্যের ছন্দে রাঙিয়ে তুলল ইন্দ্রনীল ডান্স একাডেমির ক্ষুদে শিল্পীরা। গত ২৭শে মার্চ, বুধবার আসানসোলের মহীশীলা বটতলা ময়দানে বসন্ত উৎসব উপলক্ষে এক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।




বসন্তের সাথে শ্রীকৃষ্ণের লীলা ও বাঁশির সুর অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে। সেই ভাবনাকে কেন্দ্র করেই মঞ্চস্থ হলো কৃষ্ণ ও রাধার প্রেম, মীরার প্রেম-বিরহের আবেগময় উপাখ্যানবাঁশির সুরে বিধুর পরজ বাজল, নব অনুরাগে রঙিন হল ধূসর দিগন্ত







ইন্দ্রনীল ডান্স একাডেমির ক্ষুদে শিল্পীরা নৃত্যের মধ্য দিয়ে বসন্তের উচ্ছ্বাস, প্রেমের রঙ, ও বিরহের যন্ত্রণাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলল। রঙের উৎসবের পাশাপাশি শ্রীকৃষ্ণ ও মীরার ভক্তিমূলক ভাবাবেগও উঠে এল পরিবেশনাগুলিতে
উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই অসাধারণ অনুষ্ঠান। বসন্তের সুর ও ছন্দে মুগ্ধ হয়ে ওঠে সমগ্র মহীশীলা বটতলা ময়দান। আসুন, দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু মনোরম মুহূর্ত

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

ধন্যবাদ