নদিয়া: - শহরের বুকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর শহরের পোস্ট অফিস মোড়ে একটি পুরনো ও পরিত্যক্ত বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। ওই বাড়ির নিচতলায় একাধিক দোকান থাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয়দের দাবি, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে গাছের শুকনো পাতা ও আবর্জনা জমে ছিল। কীভাবে আগুন লাগল তা কেউ বুঝে উঠতে পারেননি। আগুন ছড়িয়ে পড়তে শুরু করতেই দোকানদার ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠেন।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়।
দমকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, গাছের শুকনো পাতা থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে অনেক দোকানদারের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে থাকতে পারে, কারণ পরিত্যক্ত হলেও জায়গাটি বেশ কিছুকাল ধরে আলোচনায় ছিল।
সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। না হলে আশপাশের দোকানগুলির ভয়ানক ক্ষতি হতে পারত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে দমকল ও পুলিশ।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ