বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তাল সালানপুর, থানার ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

 


সালানপুর:- বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল সালানপুরে। অভিযোগের তীর সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ, গত ৬ই তারিখে তৃণমূল ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি বিজেপি কর্মী উমেশ নুনিয়ার বাড়িতে হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে।
ঘটনার পর দু’পক্ষই সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে বিজেপি কর্মী উমেশ নুনিয়াকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে তোলা হলে, বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উমেশ, তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সালানপুর থানা ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো ও মারধরের অভিযোগ তোলা হয়।
ধৃত উমেশ নুনিয়ার স্ত্রী শীলা কুমারীর দাবি, ঘটনার দিন তৃণমূল আশ্রিত কয়েকজন তার বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়, দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ জানাতে গেলে পুলিশ তার স্বামীকেই গ্রেফতার করে এবং তার পরেই তাকে মারধর করা হয়। বর্তমানে উমেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।




তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উমেশ নুনিয়া মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন।”
বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পরিস্থিতি শান্ত হয় এবং বিজেপি কর্মীরা থানা চত্বর ছেড়ে চলে যায়। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ