দুর্গাপুর:- সাম্প্রতিক সময়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলার হার ও কানের দুল ছিনতাইয়ের একাধিক অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কোকওভেন থানার পুলিশ একটি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
এই চক্রটি বাইকে করে ঘুরে বেড়িয়ে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মহিলাদের লক্ষ করে ছিনতাই করত। সম্প্রতি কোকওভেন থানা এলাকায় একটি হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর পুলিশ গোপন অভিযানে নামে।
বুধবার সন্ধ্যায়, ডিপিএল কলোনি এলাকায় নম্বর প্লেটবিহীন একটি বাইকে দুই সন্দেহভাজনকে দেখে পুলিশ তাদের ধাওয়া করে। এক জনকে ধরে ফেলা হয়, অপরজন দ্রুতগতিতে বাইক চালিয়ে পালিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম মনিরুল মিদ্দা।
তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা মহিলাদের গলার সোনার হার লুট করার উদ্দেশ্যেই ঘুরে বেড়াচ্ছিল। মনিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলপুর থেকে এই চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করে।
এই অপরাধীরা সোনার চেন দেখলেই সেকেন্ডের মধ্যে মহিলাদের গলা থেকে ছিনিয়ে নিত। তারা পকেটমারিতেও পারদর্শী এবং সুযোগ পেলে ফাঁকা বাড়িতেও চুরি করত। ছোটখাটো ডাকাতিতেও জড়িত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের এক সদস্য লক্ষ্মীর দুই পা ভাঙা এবং কোমরের সমস্যা থাকা সত্ত্বেও সে সমানভাবে অপরাধে জড়িত।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হয়, যেখানে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ