আসানসোল:--- আজ অনুষ্ঠিত হলো আসানসোল পৌরনিগমের চলতি মাসের বোর্ড মিটিং। সভায় উপস্থিত ছিলেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, এমএমআইসি সদস্য, বরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
সভার শুরুতে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পৌরনিগম এলাকার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়।
চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সাংবাদিকদের জানান,
এই গ্রীষ্মে জলসংকট আসানসোলের বিভিন্ন এলাকায় প্রকট হয়ে উঠেছে। অনেক জলাধার শুকিয়ে যাওয়ায় জলের সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে। পৌরনিগম জল সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বাসিন্দাদের উদ্দেশে বলেন, জল অপচয় বন্ধ করা জরুরি, তাহলেই সকলের কাছে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এছাড়াও পৌরনিগম এলাকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের পুরনো ব্যানার ও পোস্টার সম্পর্কে তিনি বলেন —
যেসব অনুষ্ঠানের ব্যানার ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে।
চেয়ারম্যান জানান, বেআইনি ও বাণিজ্যিক উদ্দেশ্যে লাগানো ব্যানারগুলোও ১৫ থেকে ২০ দিনের মধ্যে সরাতে হবে, নতুবা পৌরনিগম বাধ্য হয়ে জরিমানা আরোপ করবে।
একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে চেয়ারম্যান ঘোষণা করেন —
যে কোনও জমিতে হাইরাইজ বিল্ডিং নির্মাণ তখনই সম্ভব হবে, যখন সেই জমিতে পৌরনিগমের সব বকেয়া কর মেটানো থাকবে। জমির উপর কোনও কর বাকি থাকলে, তা পরিশোধ না করে নির্মাণের অনুমতি দেওয়া হবে না।
এই পদক্ষেপে পৌরনিগমের রাজস্ব আদায় বাড়বে বলে আশা করা হচ্ছে।
মেয়র বিধান উপাধ্যায় জানান, আজকের সভায় আসানসোল পৌরনিগম এলাকার সামগ্রিক উন্নয়ন ও জল সরবরাহ বজায় রাখার উপায় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ