রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে শিশুদের আর্থিক স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে দিতে। এখন থেকে ১০ বছর বয়সের বালক ও নাবালিকারা নিজের নামে নিজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে, তাও আবার অভিভাবকের কোনও অনুমতি ছাড়াই।
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ১০ বছর পূর্ণ হলেই শিশুরা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সেই অ্যাকাউন্ট পরিচালনার অধিকারও তাদের থাকবে। অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে, লেনদেনের সীমা, ডেবিট কার্ডের ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রত্যেক ব্যাঙ্ক নিজ নিজ নীতিমালার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার বাধ্যবাধকতা কিংবা লেনদেন সীমা RBI নির্ধারণ করবে না, ব্যাঙ্কগুলো নিজেরা তা ঠিক করবে।
এই সিদ্ধান্তের ফলে ছোট বয়স থেকেই শিশুদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান এবং দায়িত্ববোধ গড়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এছাড়া, ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে।
আরবিআই-এর এই ঘোষণা ইতিমধ্যেই অভিভাবক এবং শিক্ষামহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, কারণ এটি একদিকে যেমন নতুন প্রজন্মকে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে, তেমনি আর্থিক শিক্ষা ছোট বয়সেই শুরু করার পথ খুলে দেবে।
যদিও এখনো পর্যন্ত সব ব্যাঙ্ক এই পরিষেবা চালু করেনি, তবে আগামী কিছু মাসের মধ্যে অধিকাংশ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক এই নিয়ম কার্যকর করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই নতুন ব্যবস্থায় শিশুরা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ও ইউপিআই পরিষেবাও পেতে পারে, তবে সেই বিষয়ে ব্যাঙ্ক নিজস্ব নিয়ম চালু করতে পারে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো — শিশুর আর্থিক স্বাধীনতার ভিত্তি ছোট বয়স থেকেই গড়ে তোলা।
1 মন্তব্যসমূহ
Great news
উত্তরমুছুনধন্যবাদ