বার্নপুরে বিরল প্রজাতির পাখি গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্কের নজরকাড়া উপস্থিতি

 




আজ বার্নপুরের আপার রোডের কেএস টাইপ কোয়ার্টারের কাছে দেখা গেল একটি গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক (Leptoptilos dubius), যা বিশ্বের অন্যতম বিরল এবং বিপন্ন পাখি প্রজাতি হিসেবে পরিচিত।




এই রাজকীয় পাখিটি সাধারণত কেবল আসাম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে দেখা যায়। আজ, এক কাকতালীয় মুহূর্তে, পথ চলার সময় পাখিটিকে ক্যামেরায় বন্দি করতে সক্ষম হন এক স্থানীয় বাসিন্দা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, বাসস্থান ধ্বংস এবং মানবীয় কার্যকলাপের কারণে বর্তমানে এই প্রজাতির অস্তিত্ব চরম সংকটের মুখে পড়েছে।



সকল বাসিন্দা ও পথচারীদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, দয়া করে এই পাখিটিকে বিরক্ত করবেন না এবং যথাযথ নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পাখিটির সুরক্ষার স্বার্থে স্থানীয় বন দফতর অথবা বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকে অবহিত করা জরুরি।
পাখিটির নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই হীরাপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।
বার্নপুরের এই বিরল প্রাকৃতিক দৃশ্য একদিকে যেমন গর্বের বিষয়, তেমনি প্রকৃতি সংরক্ষণের গুরুত্বকেও আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ