দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, ইতিহাস গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 





আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। এই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচার আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হয়। এই অনুষ্ঠানে এলাকার একাধিক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন।
উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদের উপ-সভাধিপতি বিষ্ণু দেব নোনিয়া, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।
এছাড়া পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পন্নাবালাম এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী বিশেষভাবে উপস্থিত ছিলেন।







এই বিশেষ উপলক্ষে বিশ্বনাথ বাউরি বলেন, "আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করেছেন। দীঘায় পুরীর আদলে নির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন করে তিনি রাজ্যের লক্ষ লক্ষ ভক্তের স্বপ্ন পূরণ করেছেন। এখন আর ভক্তদের জগন্নাথদেবের দর্শনের জন্য পুরী যেতে হবে না, দীঘাতেই তাঁরা পূজো ও দর্শন করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই অবিস্মরণীয় কাজের জন্য পশ্চিমবঙ্গবাসী চিরকাল তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ