চিত্তরঞ্জন রেল কলোনিতে মহিলার খুন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

 


চিত্তরঞ্জন রেল কলোনিতে এক মহিলার রহস্যজনক খুনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিত্তরঞ্জন রেলওয়ে কারখানার কর্মী প্রদীপ চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় ‘বি’ শিফটে ডিউটিতে ছিলেন। সেই সময় তার স্ত্রী, ৫৬ বছর বয়সী সংচিতা চৌধুরী, কোয়ার্টারে একা ছিলেন।




অভিযোগ, কিছু দুষ্কৃতী তাদের কোয়ার্টারে ঢুকে সংচিতা চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে দেখা যায়, ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল এবং সংচিতা বাধা দেওয়ায় তাঁকে খুন করা হয়।



এই ঘটনায় চিত্তরঞ্জন রেল কলোনির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে দাবি করা হয়, কলোনির প্রতিটি কোয়ার্টারে নিরাপত্তার জন্য আরপিএফ মোতায়েন থাকে। তবে সুরক্ষিত এলাকায় কীভাবে এমন খুনের ঘটনা ঘটল, তা নিয়ে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ