রাম নবমী উপলক্ষে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বৈঠক

 


রাম নবমী উৎসবকে ঘিরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। বার্নপুরের একটি বেসরকারি ম্যারেজ হলে আয়োজিত এই বৈঠকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ওয়েস্ট জোন) সন্দ্বীপ কররা, এ.সি.পি ঈপ্সিতা দত্ত, সি.আই অশোক সিংহ মহাপাত্র, ও.সি তন্ময় রায়, ও.সি ট্রাফিক প্রশান্ত মাজি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরী, কাউন্সিলর অনুপ মাঝি, অক্ষয় ঘোষ, সোনা গুপ্তা, গুরমিত সিং সহ বিভিন্ন রাম নবমী শোভাযাত্রা আয়োজক সংস্থার প্রতিনিধিরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৈঠকে কাউন্সিলর অনুপ মাঝি জানান, "প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা রাম নবমীর শোভাযাত্রা পরিচালনা করবো।"





পুলিশ সূত্রে জানা গেছে, হিরাপুর থানার অন্তর্গত প্রায় ১৭টি সংস্থা রাম নবমী উদযাপন করছে, যার মধ্যে ৪টি সংস্থা শুধুমাত্র পূজার আয়োজন করেছে এবং ১৩টি সংস্থা শোভাযাত্রার আয়োজন করবে। শোভাযাত্রাগুলি বার্নপুর শিবস্থান পর্যন্ত যাবে এবং সেখান থেকে নির্দিষ্ট স্থানে ফিরে যাবে। পুলিশ প্রশাসন শোভাযাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ