বার্নপুর: বার্নপুরের হুসেননগর শাইনিং গ্রাউন্ডে পায়েল মাল্টিপ্লাজা এবং এসডি-১৮ এর উদ্যোগে আয়োজিত পায়েল চ্যাম্পিয়ন্স ট্রফি-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার রাতে জেএভি ব্রাদার্স ও এমএসসিসি-র মধ্যে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এমএসসিসি ৪৫ রানে জিতে ট্রফি নিজেদের দখলে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে এমএসসিসি নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে জেএভি ব্রাদার্সের দল ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১০৬ রান। ফলে এমএসসিসি ৪৫ রানে জিতে নেয় টুর্নামেন্ট।
বিজয়ী দল এমএসসিসি-কে ট্রফির সঙ্গে ৫ লক্ষ টাকা, এবং রানার্স আপ জেএভি ব্রাদার্স-কে ৩ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি. শিবদাসন দাসু, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, প্রাক্তন বিধায়ক সোহরাব আলি, ডাঃ ফাল্গুনী, কাউন্সিলর কহকশা রিয়াজ সহ বিশিষ্টজনেরা।
জানা গেছে, এই টুর্নামেন্টে রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল, যেখানে খেলেছিলেন একাধিক অভিজ্ঞ ও খ্যাতনামা খেলোয়াড়।
এই সময় মাঠে উপস্থিত ছিলেন সৈয়দ ইমতিয়াজ, সুজিত সিং, সৈয়দ আজহার এবং সৈয়দ দানিশ। বিশেষ করে সৈয়দ ইমতিয়াজ ক্রিকেট প্রেমী ও সমাজসেবী হিসেবে পরিচিত, যিনি সবসময় চেষ্টা করেন খেলার মাধ্যমে স্থানীয় প্রতিভাদের একটি উপযুক্ত মঞ্চ দিতে।
আরও কিছু যোগ করতে চাইলে বা কোনো ডিজাইন চাইলে বলুন!






0 মন্তব্যসমূহ
ধন্যবাদ