সালানপুর, আসানসোল:- কালিপাথর এলাকায় এক চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডে আতঙ্কে কেঁপে উঠেছিল গোটা গ্রাম। তবে সেই আতঙ্কের মেঘ সরিয়ে পুলিশ প্রমাণ করল— বিপদের সময় তারাই সবচেয়ে বড় আশ্রয়। সাহসিকতা ও দ্রুত তৎপরতায় অপহৃত গরু ব্যবসায়ী শামসুল আনসারী (৫৩)-কে উদ্ধার করল সালানপুর থানার পুলিশ ও রূপনারায়নপুর ফাঁড়ির বাহিনী। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে চার অপহরণকারীকে।
আজ সকালে শামসুল আনসারী কালিপাথর থেকে ধাঙ্গুড়ি হয়ে মেহিজামের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় তাকে অপহরণ করে একদল দুষ্কৃতী। কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া।
তবে সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে শুরু করে অভিযান। জামুড়িয়া এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে কম সময়ের মধ্যেই অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে শামসুলকে নিরাপদে উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত একটি জাইলো গাড়িও উদ্ধার হয়েছে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সন্দ্বীপ কাররা বলেন, “আমরা শামসুল আনসারীকে নিরাপদে উদ্ধার করেছি এবং এই ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা, আর্থিক লেনদেনের বিরোধ থেকেই এই অপহরণের ঘটনা ঘটেছে।”
এই সাহসিক অভিযান গ্রামবাসীদের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও শ্রদ্ধা বাড়িয়েছে। অনেকেই বলেন, “এমন পুলিশ থাকলে আমরা নিশ্চিন্ত।”
তবে উদ্ধার হওয়া গাড়ি থানায় আনার পর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ও বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেয়।
এই সফল উদ্ধার অভিযান কেবল একটি অপরাধের সমাধান নয়, বরং জনগণের নিরাপত্তার প্রতি পুলিশের অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন। অপহরণের অন্ধকারে সাহসের আলো জেলে সমাজে আশার আলো ফিরিয়ে আনল সালানপুর থানা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ