শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ: চিত্রা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বার্নপুরের চিত্রা মোড়।

 



২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে যোগ্য শিক্ষকদের ডি আই দপ্তরের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও পরবর্তীতে বিজেপির সাতজন বিধায়ক, যার মধ্যে অন্যতম অগ্নিমিত্রা পাল, গ্রেপ্তার হওয়ায় রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদ। তারই অংশ হিসেবে বার্নপুরের চিত্রা মোড়ে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।



বিজেপি কর্মী সোমনাথ মণ্ডল জানান, “যোগ্য শিক্ষকরা আজ ডি আই দপ্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। অথচ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এরপর বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ সাতজন বিধায়ক যখন লালবাজার থানায় ঘটনার প্রতিবাদ জানাতে যান, তখন তাদেরও গ্রেপ্তার করা হয়। এ ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারে ঘটেছে, অথচ তিনি কিছু বলেননি।”
এরই প্রতিবাদে চিত্রা মোড় সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। তাঁদের দাবি, শিক্ষকদের উপর পুলিশি দমননীতি বন্ধ করতে হবে এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত বিধায়কদের মুক্তি দিতে হবে।



এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় চিত্রা মোড় এলাকায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ