সালানপুর:- সোমবার সন্ধ্যায় সালানপুর থানার অন্তর্গত সিদাবাড়ি বাশকেটিয়া রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দীনেশ রায় (৩২)-কে, যিনি আল্লাডি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা গোটা ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে। প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা এখনও স্পষ্ট নয়।
মৃতকের আত্মীয় মনোজ রায় জানান, সন্ধ্যার দিকে খবর আসে যে পাশের গ্রামে দীনেশ রায় রাস্তার পাশে পড়ে রয়েছেন। খবর পেয়েই তারা হাসপাতালে ছুটে আসেন।
স্থানীয় এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, সিদাবাড়ি বাশকেটিয়া অঞ্চলে প্রচুর অবৈধ দেশি মদের ব্যবসা চলে।
বহু বাড়িতেই মদ বিক্রি হয়, যার ফলে মাতালের সংখ্যা বেড়ে চলেছে। ওই ব্যক্তির দাবি, দীনেশ রায় এদিন সন্ধ্যায় বাশকেটিয়ার এক দেশি মদের বিক্রেতার বাড়িতে মদ খেতে যান। সেখানে কোনও কারণে বিবাদ বাঁধে এবং দীনেশের মাথায় আঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে তার বাড়ি থেকে প্রায় ১০০ ফুট দূরে রাস্তার ধারে ফেলে রেখে দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীনেশ রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
এখন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের বক্তব্য এবং ঘটনাস্থলের সমস্ত তথ্য বিশ্লেষণ করে পুলিশ প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ