“Genexx Exotica-য় কৃতীদের সংবর্ধনা” – ‘The Rising Stars from Genexx – ব্যাচ ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত 🎓

 





Genexx Exotica Apartment Owners Association (GEAOA)-এর উদ্যোগে এক গর্বময় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাস X, ক্লাস XII এবং বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে।অনুষ্ঠান হয়ে গেলো Genexx Exotica, আসানসোলে
এই দিন, ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্রস্মারক। অনুষ্ঠান জুড়ে ছিল গর্ব, আনন্দ এবং ভবিষ্যতের প্রতি আশাবাদের সুর।





এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, যিনি কৃতীদের উৎসাহ দিয়ে তাঁদের ভবিষ্যৎ পথচলায় আশীর্বাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক – ডেপুটি মেয়র, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, কাউন্সিলরগণ – দিলীপ বোরাল, সম্পা ডন, অর্জুন মাজি, সুদেষণা ঘটক – বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী, ডঃ অমিতাভ বসু – প্রিন্সিপাল, বিবি কলেজ, সুশীল কুমার সিনহা – প্রিন্সিপাল, BRS, প্রফেসর মোনিকা সাহা – টিচার ইন চার্জ, আসানসোল গার্লস কলেজ, মিসেস শ্রুতি মুখার্জি – প্রশাসনিক প্রধান, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ






সাহিত্যে অনবদ্য অবদানের জন্য ড. গৌতম বন্দ্যোপাধ্যায় ও সুপ্রকাশ মুখোপাধ্যায়-কে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।অনুষ্ঠানে সুরের জাদু ছড়িয়ে দেন শ্রী সাগ্নিক সেন ও তাঁর দল। তাঁদের সঙ্গীত পরিবেশনা শ্রোতাদের মন জয় করে নেয়।
এই অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়িত হয় Genexx Exotica-র সকল সদস্য ও আবাসিকদের ঐকান্তিক সহযোগিতায় আসানসোলের আবাসিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ