আসানসোল: রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে আসানসোল ক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের ২০২৫-২৬ বর্ষের জন্য নবনির্বাচিত সভাপতি হিসেবে সচিন রায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ডঃ কামেশ্বর সিং এলাংবাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, ক্লাবের সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দায়িত্ব গ্রহণের পর সচিন রায় জানান, আগামী এক বছরে সমাজ ও যুবসমাজের কল্যাণে একাধিক গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ‘চিলড্রেনস ফেয়ার’ অনুষ্ঠিত হবে। এই মেলায় শিশুদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করা হবে।
এছাড়া, ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ‘রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ আয়োজিত হবে, যেখানে এলাকার উদীয়মান তরুণ-তরুণীরা নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মূলস্রোতে আনার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর চন্দ্রেশ্বর কুন্ডুর নেতৃত্বাধীন ‘ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি’-র সহযোগিতায় নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং সেশন আয়োজিত হবে, যাতে তারা সঠিক পথে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২৩ আগস্ট, তাঁর জন্মদিনে এক রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে।
শিক্ষার প্রসারে রোটারি ক্লাব রামকৃষ্ণ মিশনকে আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে সমাজের প্রতিটি স্তরে শিক্ষা পৌঁছানো সম্ভব হয়। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরশক্তি ব্যবহারে উৎসাহিত করার মতো কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
সভাপতি সচিন রায় বলেন, “রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের মূল লক্ষ্য হলো সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, যারা এখনও শিক্ষা ও স্বাস্থ্য পরিসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে।”
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ