আসানসোল থেকে দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন একই এলাকার চার যুবক সম্পূর্ণ প্রতিবেদন:

 




আসানসোল থেকে দীঘা যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন — কার্তিক চন্দ্র লাহিড়ি, অতনু গুহ, হিমাদ্রী শেখর পাল ও বিশ্বজিত মন্ডল। মৃতরা প্রত্যেকেই আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের করূনাময়ী হাউজিং স্টেট এলাকার বাসিন্দা।




জানা গেছে, শুক্রবার রাতেই গাড়ি করে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চারজন। কিন্তু পথেই ঘটে যায় বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের করূনাময়ী হাউজিং স্টেট এলাকায়। একসাথে চারজন প্রতিবেশী তরতাজা যুবকের এমন মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার ও স্থানীয়রা। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ