কালিপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি উলটে চাঞ্চল্য, কাঁচ ভেঙে চালককে উদ্ধার – ঘটনাস্থলে দমকল ও পুলিশ

 



ভোররাতে হঠাৎ তীব্র শব্দে কেঁপে উঠল আরামবাগের কালিপুর মোড়। গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার সিগন্যাল পোস্টে। ধাক্কা এতটাই প্রবল ছিল যে লরিটি উল্টে যায় এবং কেবিনের কাঁচ ভেঙে গুরুতর আহত হন চালক।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কাঁচ ভেঙে চালককে উদ্ধার করেন। এরপর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল ও আরামবাগ থানায়। কিছুক্ষণের মধ্যেই দমকল বিভাগ ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।




লরিটিতে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বিভাগের স্টেশন ম্যানেজার জানান, কোনও সিলিন্ডার লিক বা আগুন লাগার ঘটনা ঘটেনি। সম্পূর্ণ সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
বর্তমানে লরিটি সরানোর কাজ চলছে এবং গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ