দামোদরে জল বাড়ায় বিপাকে তিন জেলার মানুষ, সাঁকো ভেসে যাওয়ায় ভরসা এখন শুধুই নৌকা

 



বার্নপুর , পশ্চিম বর্ধমান: টানা বৃষ্টির ফলে দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বহু মানুষ। বার্নপুর সংলগ্ন দামোদর নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো জলের স্রোতে ভেসে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ফলে নদী পারাপারের একমাত্র ভরসা এখন নৌকা।




তবে এই নৌকা পারাপারও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। নদীর মাঝপথে কোনো রোগী বা যাত্রী সমস্যায় পড়লে বিকল্প কোনো রাস্তা নেই। বাঁকুড়া জেলার এক বাসিন্দা জানান, "এই এলাকায় যদি একটা পাকা সেতু তৈরি হয়, তাহলে সমস্ত সমস্যারই স্থায়ী সমাধান হবে। কারণ বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার মধ্যে ব্যবসা, শিক্ষা, চাকরি ও চিকিৎসার কারণে প্রায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।"


এক নৌকার মাঝি বলেন, "গতকাল নৌকায় বেশ কিছু যাত্রী নিয়ে নদী পার হচ্ছিলাম, তখন মাঝপথে নৌকার যন্ত্রে সমস্যা দেখা দেয়। নৌকা নিজের গতি হারিয়ে ফেলে। পরে আমি নিজে জল নামতে বাধ্য হই এবং যন্ত্র ঠিক করে কোনও রকমে যাত্রীদের নিরাপদে ঘাটে ফিরিয়ে আনি।"
বর্তমানে তিন জেলার মানুষজন চাতক পাখির মতো অপেক্ষা করছেন—কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। নদীর উপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণই এখন সকলের একান্ত চাহিদা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ