সালানপুরে লোনের নামে প্রতারণা: তৃণমূল নেতৃত্বের কাছে দ্বারস্থ প্রতারিত মহিলারা

 




সালানপুর: লোন পাইয়ে দেওয়ার নাম করে ভয়াবহ প্রতারণার শিকার হলেন সালানপুর ব্লকের প্রায় ১০০ জন গরিব ও দুস্থ মহিলা। অভিযোগ, এক দম্পতি নিজেদের এজেন্টদের মাধ্যমে সরকারি লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই প্রতারণা চালায়। প্রতারকরা মহিলাদের কাছ থেকে তাঁদের পরিচয়পত্র ও অন্যান্য নথি সংগ্রহ করে বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র লোন প্রদানকারী সংস্থার মাধ্যমে মোটা অংকের লোন নেয়। এরপর প্রতারিতদের হাতে মাত্র ৫ হাজার টাকা তুলে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে।


যখন প্রতারিত মহিলারা তাঁদের কাছে জানতে চান, তখন প্রতারকরা সমস্ত অভিযোগ অস্বীকার করে। সমস্যার সমাধানের জন্য তাঁরা সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন করেছেন।



সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং জানিয়েছেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে এবং প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। তিনি আরও বলেন, প্রতারিত মহিলারা এলাকার গরিব ও অসহায়, ফলে এই প্রতারণা তাঁদের আর্থিকভাবে আরও বিপদে ফেলেছে।


প্রতারিত মহিলারা পুলিশকে মৌখিক অভিযোগ জানিয়েছেন এবং শীঘ্রই লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ