রূপনারায়ণপুর কলকাতা ট্রেন্ডস-এর দ্বিতীয় দফার লাকি ড্রয়ে মাইক্রোওভেন ও আরও আকর্ষণীয় পুরস্কার, গ্রাহকদের মুখে হাসি।






আসানসোল রূপনারায়ণপুরের কলকাতা ট্রেন্ডস-এ আয়োজিত দ্বিতীয় দফার লাকি ড্র অনুষ্ঠিত হলো অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং।
দ্বিতীয় পর্যায়ের লাকি ড্র-তে মাইক্রোওভেন জিতে নেন কলকাতা ট্রেন্ডস-এর নিয়মিত গ্রাহক পুষ্পা বাউরী। এছাড়াও আরও ৬ জন গ্রাহক লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কার পান। উল্লেখযোগ্যভাবে, প্রথম পর্যায়ের লাকি ড্র-তে জিমারির বাসিন্দা মোহাম্মদ মুক্তার রেফ্রিজারেটর জিতে নেন। সেদিনও বেশ কয়েকজন গ্রাহক বিভিন্ন পুরস্কার লাভ করেছিলেন।







অনুষ্ঠানে উপস্থিত ভোলা সিং বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "কলকাতা ট্রেন্ডস ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করলে গ্রাহকদের আগ্রহ ও আনন্দ আরও বাড়বে।" পুরস্কারপ্রাপ্ত গ্রাহকরা জানিয়েছেন, পুরস্কার পেয়ে তাঁরা খুব খুশি ও গর্বিত।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কলকাতা ট্রেন্ডসে বিভিন্ন পণ্যের ওপর আকর্ষণীয় ছাড় চলছে, যা আগামী দিনেও ক্রেতাদের জন্য অব্যাহত থাকবে।







কলকাতা ট্রেন্ডস এ পুরুষদের জন্য রয়েছে স্টাইলিশ জিন্স, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, টাউজার ইত্যাদি। মহিলাদের জন্য সাজানো হয়েছে মনকাড়া শাড়ি, গ্রাউন, কুর্তি, লেগিন্স, প্লাজো সহ আধুনিক ফ্যাশনের অসংখ্য কালেকশন। এছাড়াও শিশুদের জন্য রয়েছে রঙিন ও আকর্ষণীয় পোশাকের দুর্দান্ত সংগ্রহ। বিশেষ করে মহিলাদের জন্য শাড়ির রয়েছে ২৯৯ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত, ওয়েস্টার্ন ড্রেস রয়েছে ১৪৯ টাকা থেকে শুরু, প্লাজু খেতে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু তাই নয় বেশ কিছু সিলেক্টেড আইটেমের মধ্যে রয়েছে আপটু ৫০% পর্যন্ত অফ। যেমন কুর্তি রয়েছে ১৪৯ টাকা থেকে শুরু।
সেই ভাবে শিশুদের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন অফার এবং বেশ কিছু সিলেক্টেড আইটেমের খেতে আপ টু ৫০% পর্যন্ত অফ। পুরুষদের জন্য রয়েছে সার্ট ২৪৯ টাকা থেকে শুরু এবং জিন্স থাকছে ৫৯৯ টাকা থেকে শুরু। রয়েছে অনেক কিছুই অফার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ